সান্তিয়াগো বার্নাব্যুর ড্রেসিংরুমের লকার ব্যবহার করেছেন জিনেদিন জিদান, লুইস ফিগো, রোনালদো, ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোসের মতো তারকারা। স্টেডিয়ামের পুনর্নির্মাণের সময় পুরোনো ড্রেসিংরুমের সেসব লকারগুলো সরিয়ে ফেলা হয়েছিল। এবার এগুলোর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে লকারগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর থেকে শুরু হওয়া নিলাম চলবে এক সপ্তাহ।
নিলামকারী প্রতিষ্ঠান সথবি জানিয়েছে, প্রতিটি লকারের সঙ্গে একটি সার্টিফিকেট থাকবে, যা এর নির্ভেজালতা প্রমাণ করবে। সেই সঙ্গে কোন কোন তারকা লকারটি ব্যবহার করেছেন, সেই তালিকাও দেওয়া হবে।
২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যবহার করা মোট ২৪টি লকার নিলামে তোলা হয়েছে। এর মধ্যে ২০২১-২২ মৌসুমের লকারও রয়েছে, যেই মৌসুমে করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, এবং লুকা মদরিচের মতো খেলোয়াড়রা রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে ভূমিকা রেখেছিলেন।
রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য এ যেন স্বপ্ন পূরণের সুযোগ।