NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

রোনালদো-জিদানদের ড্রেসিংরুমের লকার নিলামে


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৬:০০ পিএম

রোনালদো-জিদানদের ড্রেসিংরুমের লকার নিলামে

সান্তিয়াগো বার্নাব্যুর ড্রেসিংরুমের লকার ব্যবহার করেছেন জিনেদিন জিদান, লুইস ফিগো, রোনালদো, ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোসের মতো তারকারা। স্টেডিয়ামের পুনর্নির্মাণের সময় পুরোনো ড্রেসিংরুমের সেসব লকারগুলো সরিয়ে ফেলা হয়েছিল। এবার এগুলোর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে লকারগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর থেকে শুরু হওয়া নিলাম চলবে এক সপ্তাহ।

প্রতিটি লকারের ভিত্তিমূল্য ১০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৫১ হাজার টাকা)। নিলাম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান সথবি। 

 

নিলামকারী প্রতিষ্ঠান সথবি জানিয়েছে, প্রতিটি লকারের সঙ্গে একটি সার্টিফিকেট থাকবে, যা এর নির্ভেজালতা প্রমাণ করবে। সেই সঙ্গে কোন কোন তারকা লকারটি ব্যবহার করেছেন, সেই তালিকাও দেওয়া হবে।

এই নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের দাতব্য প্রকল্পে দেওয়া হবে। 

 

২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যবহার করা মোট ২৪টি লকার নিলামে তোলা হয়েছে। এর মধ্যে ২০২১-২২ মৌসুমের লকারও রয়েছে, যেই মৌসুমে করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, এবং লুকা মদরিচের মতো খেলোয়াড়রা রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে ভূমিকা রেখেছিলেন। 

রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য এ যেন স্বপ্ন পূরণের সুযোগ।

সেটিই কিনতে পারবেন ভক্তরা। ভক্তদের জন্য এটি শুধু একটি লকার নয়, বরং রিয়াল মাদ্রিদের গৌরবময় ইতিহাসের অংশ।