স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে এখন পর্যন্ত ৮ গোল করলেও সেরাটা এখনো দেখাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ও পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আজ যে এমবাপ্পে হয়েছেন তা রিয়ালে দেখাতে না পারার একটা কারণ খুঁজে পেয়েছেন করিম বেনজেমা। ফ্রান্স ও রিয়ালের সাবেক কিংবদন্তির মতে, রিয়ালের পজিশনই এমবাপ্পের সমস্যা করছে।
রিয়ালে যোগ দেওয়ার আগে পুরো ক্যারিয়ারে অধিকাংশ সময় এমবাপ্পে লেফট উইংয়ে খেলেছেন।
এমবাপ্পের পছন্দের পজিশনে এই মুহূর্তের বিশ্বের সেরা খেলোয়াড় আছেন বলে মানেন বেনজেমা। তাই নতুন পজিশনেই সাবেক জাতীয় দলের সতীর্থকে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ২০২২ ব্যালন ডি’অর জয়ী।
লেফট উইংয়ের আশা বাদ দিয়ে এমবাপ্পের উচিৎ হবে সেন্টার ফরোয়ার্ডে মানিয়ে নেওয়া। এমন পরামর্শ দিয়ে বেনজেমা বলেছেন, ‘রিয়ালে প্রচণ্ড চাপ থাকে।
সর্বশেষ ৫ ম্যাচে এক গোল করেছেন এমবাপ্পে। রিয়ালে নিয়মিত গোল করতে না পারলে তার জন্য সময়টা কঠিন হবে সেটা স্মরণ করে দিয়েছেন বেনজেমা। রিয়ালের হয়ে ১৪ মৌসুমে ৩৫৪ গোলের মালিক বলেছেন, ‘যদি তুমি ২-৩ ম্যাচে একটি গোল করতে না পারো তারা (সমর্থক) তোমাকে মেরে ফেলবে। তাকে এ সবের সঙ্গে বেঁচে থাকাটা শিখতে হবে। তাকে চাপ সহ্য করতে হবে। প্রত্যেক ম্যাচই নতুন এবং তোমাকে গোল করতে হবে। এ জন্যই তোমাকে নিয়ে এসেছে। তবে তার সেই দক্ষতাও আছে।’
এখন দেখার বিষয় আজ রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোল পান কিনা। রাতে এসি মিলানের বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল।