NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

নতুন পজিশনই এমবাপ্পের সমস্যা, দাবি বেনজেমার


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১০:১২ এএম

নতুন পজিশনই এমবাপ্পের সমস্যা, দাবি বেনজেমার

স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে এখন পর্যন্ত ৮ গোল করলেও সেরাটা এখনো দেখাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ও পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আজ যে এমবাপ্পে হয়েছেন তা রিয়ালে দেখাতে না পারার একটা কারণ খুঁজে পেয়েছেন করিম বেনজেমা। ফ্রান্স ও রিয়ালের সাবেক কিংবদন্তির মতে, রিয়ালের পজিশনই এমবাপ্পের সমস্যা করছে।

রিয়ালে যোগ দেওয়ার আগে পুরো ক্যারিয়ারে অধিকাংশ সময় এমবাপ্পে লেফট উইংয়ে খেলেছেন।

কিন্তু লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে হচ্ছে তাকে। নিজের পছন্দের পজিশন না পাওয়ায় ফরাসি অধিনায়ক গতি, শক্তি ও ফিনিশিংটা ঠিকমতো করতে পারছেন না বলে মনে করছেন বেনজেমা।

 

এমবাপ্পের পছন্দের পজিশনে এই মুহূর্তের বিশ্বের সেরা খেলোয়াড় আছেন বলে মানেন বেনজেমা। তাই নতুন পজিশনেই সাবেক জাতীয় দলের সতীর্থকে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ২০২২ ব্যালন ডি’অর জয়ী।

তিনি বলেছেন, ‘এমবাপ্পে সেন্টার ফরোয়ার্ড নন। যতবার ফ্রান্সের হয়ে নাম্বার ‘৯’ এ খেলেছে সে ভালো করতে পারেনি। কারণ এটা তার পজিশন নয়। সমস্যা হচ্ছে লেফট উইংয়ে এখন যে খেলছে সেখানে সেও তার মতোই একজন খেলোয়াড়।
তাই আপনি পারেন না ভিনিকে রাইট উইংয়ে কিংবা সেন্টার ফরোয়ার্ডে রাখতে। যেখানে বাঁ দিক থেকে সে পার্থক্য তৈরি করে দিচ্ছে। এখন দেখতে হবে আনচেলত্তি কীভাবে সামলে নেন।’

 


 

লেফট উইংয়ের আশা বাদ দিয়ে এমবাপ্পের উচিৎ হবে সেন্টার ফরোয়ার্ডে মানিয়ে নেওয়া। এমন পরামর্শ দিয়ে বেনজেমা বলেছেন, ‘রিয়ালে প্রচণ্ড চাপ থাকে।

এটা পিএসজি নয়। ছোট্ট এক উপদেশ? তার হাল ছাড়া উচিৎ হবে না। আমি মনে করি না আনচেলত্তি ভিনিকে অন্য পজিশনে খেলাবে। লেফট উইংয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় সে। বাঁ দিক ভুলে গিয়ে এমবাপ্পেকে মাথায় নিতে হবে তাকে নাম্বার ‘৯’ হতে হবে। সে বাঁ দিকে খুবই ভালো এখন অন্য পজিশনেও ভালো হতে হবে।’

 

সর্বশেষ ৫ ম্যাচে এক গোল করেছেন এমবাপ্পে। রিয়ালে নিয়মিত গোল করতে না পারলে তার জন্য সময়টা কঠিন হবে সেটা স্মরণ করে দিয়েছেন বেনজেমা। রিয়ালের হয়ে ১৪ মৌসুমে ৩৫৪ গোলের মালিক বলেছেন, ‘যদি তুমি ২-৩ ম্যাচে একটি গোল করতে না পারো তারা (সমর্থক) তোমাকে মেরে ফেলবে। তাকে এ সবের সঙ্গে বেঁচে থাকাটা শিখতে হবে। তাকে চাপ সহ্য করতে হবে। প্রত্যেক ম্যাচই নতুন এবং তোমাকে গোল করতে হবে। এ জন্যই তোমাকে নিয়ে এসেছে। তবে তার সেই দক্ষতাও আছে।’

এখন দেখার বিষয় আজ রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোল পান কিনা। রাতে এসি মিলানের বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল।