মোসাদ্দেক হোসেন জাদু দেখালেন! হ্যাঁ, জাদুই তো। এই তো কিছু সময় আগেও একাদশে তার মূল পরিচয় ছিল ব্যাটসম্যান হিসেবে, মাঝে অধিনায়ক বোলিংয়ে বৈচিত্র্য আনতে চাইলে হয়ত তাকে দিয়ে এক-দুই ওভার বোলিং করাতেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই মোসাদ্দেকই পুরোদস্তুর বোলার বনে গেলেন।
অধিনায়ক নুরুল হাসান সোহান ইনিংসের শুরুতেই বল তুলে দেন মোসাদ্দেকের হাতে। প্রথম বলেই অধিনায়কের তালুবন্দি করে জিম্বাবুয়ের ওপেনার রেজিস চাকাভাকে ফেরান তিনি। সেই ওভারের শেষ বলে আগের ম্যাচে ৬৭ রানের বিস্ফোরক ইনিংস খেলা মাধেভেরেকে ৪ রানে সাজঘরের পথ চেনান তিনি।
নিজের পরের তিন ওভারে আরও ৩ উইকেট তুলে নেন মোসাদ্দেক। কোটার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট পান এই অফ স্পিনিং অলরাউন্ডার। এই ম্যাচের আগে ১৯ টি-টোয়েন্টি খেলে ৭ উইকেট পেয়েছিলেন তিনি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকারের মাধ্যমে দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মোসাদ্দেক। সিরিজের প্রথম ম্যাচে ৩ ওভার বোলিং করে ২১ রান খরচায় ১ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
পাঁচ উইকেট প্রাপ্তির দিনে মোসাদ্দেকের রেকর্ড নামা
> আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান
> আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডানহাতি স্পিনারদের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যান
> টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান
> প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে প্রথম বলে উইকেট
> প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে প্রথম ওভারে ২ উইকেট
> আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ বাংলাদেশি হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট
> টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং পরিসংখ্যান
> চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে পাঁচ উইকেট