স্পি স্বর্গ বলে পরিচিত মিরপুরে শুরুটা পেসারদের ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের আসল রূপ দেখিয়েছে ‘হোম অব গ্রাউন্ড‘। সেই রূপেই ভর করে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন তাইজুল ইসলাম।
বাঁহাতের ভেলকিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দিগভ্রান্ত করেছেন তাইজুল।
বাংলাদেশেকে দারুণ শুরু এনে দেন পেসার হাসান মাহমুদ। দলীয় ৯ রানের মাথায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মাক্রামকে (৬) বোল্ড করে। এরপর টনি দি জর্জি ও ট্রিস্তান স্তাবস ৪১ রানের জুটি গড়ে ধাক্কা সামলানোর চেষ্টা করলে তাতে বাধা দেন তাইজুল।
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নিয়েছেন তাইজুল। এই কীর্তি গড়ার পথে সাকিবকে একটা জায়গায় ছাড়িয়েও গিয়েছেন তিনি। ৪৮ টেস্টে দ্রুততম ২০০ উইকেট নিয়েছেন তিনি।
দিনের শেষ ব্যাটার হিসেবে রায়ান রিকেলটনকে আউট করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তাইজুল। টেস্টে ১৩তম বারের মতো এই কীর্তি গড়েছেন বাঁহাতি স্পিনার। এর আগে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।