বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল দুবাইয়ে আইসিসির একাডেমী মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশের মেয়েরা। পরে বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে ১১৭ রানে থামায় নিগার সুলতানার দল।
৩ অক্টোবর শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। মাত্র ৩.৩ ওভারে ৩৩ রান তোলেন দুই ওপেনার সাথী রানি ও দিলারা আক্তার। দিলারা ১০ রানে আউট হলে ভাঙে এই জুটি। পরের ওভারে ২৩ রান করে ফেরেন সাথীও।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত উইকেট হারায় পাকিস্তানের ব্যাটাররা। একপ্রান্ত ধরে রেখে চেষ্টা করেছিলেন ওমাইমা সোহালী।