আগামী ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। বাংলাদেশ দল সাতটি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। মঙ্গলবার (২৬ জুলাই) লন্ডন সময় দুপুর দুইটার দিকে বাংলাদেশের পাঁচটি ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা গেমস ভিলেজে পৌঁছেছেন।
বিশ্বব্যাপী করোনা সংক্রমণ এখনো চলছে। তাই গেমস ভিলেজ করোনামুক্ত রাখতে কর্তৃপক্ষ সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। ভিলেজে প্রবেশের আগে সবার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়। দেড় ঘণ্টা পর সেই পরীক্ষার ফলাফল আসে। বাংলাদেশের সবার নেগেটিভ আসায় সবাই ভিলেজে প্রবেশাধিকার পেয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে পৌঁছেছেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। তিনি বার্মিংহাম থেকে ঢাকা পোস্টকে বলেন, ‘আগত সব অ্যাথলেট ও অফিসিয়ালরা সুস্থ রয়েছেন। তারা ভিলেজে অবস্থান করছেন। হোটেল হিল্টনে ভারোত্তোলন ও টিটি এবং বিশ্ববিদ্যালয় ভিলেজে সাতার ও জিমন্যাস্টিকস তায়কোয়ান্দো দল অবস্থান করছে। আগামীকাল থেকে প্রতিটি দল কোচের নির্দেশনা অনুযায়ী অনুশীলন করবে। আজ বিকেল ও সন্ধ্যার দিকে কয়েকজন হাল্কা স্ট্রেচিং করতে পারে’।
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান লন্ডনেই বেড়ে উঠেছেন। তিনি আজ রাতের মধ্যেই বার্মিংহামে ভিলেজে উঠার কথা জানালেন শেফ দ্য মিশন, ‘ইমরান আজ করোনা পরীক্ষা দিয়ে রাতের মধ্যে ভিলেজে উঠে পড়বে’। ইমরান আজ উঠলেও বাংলাদেশ থেকে অ্যাথলেটিক্স দল বার্মিংহামে পৌঁছাবে আরো তিন দিন পর।
এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় পাঁচ ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা তার্কিশ এয়ারলাইন্সে বার্মিংহামের উদ্দেশ্যে রওনা হন। বাংলাদেশ সময় ভোরে তুরস্কের ইস্তাম্বুলে কয়েক ঘণ্টা ট্রানজিটে ছিলেন। এরপর সেখান থেকে ইংল্যান্ডের বার্মিংহাম পৌঁছান তারা। করোনা পরীক্ষার ফলাফল ও নানা আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার দিকে গেমস ভিলেজে পৌঁছায় বাংলাদেশের কন্টিনজেন্ট।