ভারতের মেয়েদের হারিয়েই ২০১৮ সালে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। আজ সুযোগ ছিল তাদের হারিয়ে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে ওঠার। তবে বাংলাদেশের মেয়েরা এবার আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।
উল্টো নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।
ব্যক্তিগত ৩৫ রানের সময় মারুফা আক্তারকে ক্যাচ দিলেও পেসার জাহানারা আলম নো বল করায় বেঁচে যান মান্ধানা। এরপর আর কোনো সুযোগ না দিয়ে দলকে ৫৪ বল হাতে রেখে জয় এনে দেন দুই ওপেনার।
ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৮১ রানের লক্ষ্য বাংলাদেশ দিতে পেরেছে নিগার সুলতানা জ্যোতির ৩২ ইনিংসের সৌজন্যে।
শুরুতেই ধাক্কা খায় নিগার সুলতানা জ্যোতির দল। ভারতীয় পেসার রেনুকা সিংহের তাণ্ডবে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। রান করতে পারে মাত্র ২৫।
সপ্তম উইকেটে অবশ্য জ্যোতিকে কিছুটা সঙ্গ দেন স্বর্ণা আক্তার। দুজনের ৩৬ রানের জুটিতে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৮০ রান করতে পারে। শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ২ চারে ৫১ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন জ্যোতি। অন্যদিকে ১৮ বলে ২ চারে ১৯ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। রেনুকার মতো ৩টি করে উইকেট নেন বাঁহাতি স্পিনার রাধা যাদব। রেনুকার ১০ রানের বিপরীতে ১৪ রান খরচ করেন রাধা।