NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

১০ উইকেটে হেরে এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৪, ০৭:৪১ এএম

১০ উইকেটে হেরে এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

ভারতের মেয়েদের হারিয়েই ২০১৮ সালে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। আজ সুযোগ ছিল তাদের হারিয়ে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে ওঠার। তবে বাংলাদেশের মেয়েরা এবার আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।

উল্টো নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।

ডাম্বুলায় আজ ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৮১ রানের লক্ষ্য খেলতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধনা।

 

ব্যক্তিগত ৩৫ রানের সময় মারুফা আক্তারকে ক্যাচ দিলেও পেসার জাহানারা আলম নো বল করায় বেঁচে যান মান্ধানা। এরপর আর কোনো সুযোগ না দিয়ে দলকে ৫৪ বল হাতে রেখে জয় এনে দেন দুই ওপেনার।

দলের জয়ের পথে নাহিদাকে টানা দ্বিতীয় চার মেরে ৩৮ বলে ফিফটি তুলে নেন মান্ধানা। নাহিদার পরের বলে আবারও চার মেরে ম্যাচও শেষ করে দেন তিনি। মান্ধানার ৯ চার ও ১ ছক্কায় ৫৫ রানের বিপরীতে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শেফালি। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যে যে দল জিতবে তারাই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

 

ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৮১ রানের লক্ষ্য বাংলাদেশ দিতে পেরেছে নিগার সুলতানা জ্যোতির ৩২ ইনিংসের সৌজন্যে।

শুরুতেই ধাক্কা খায় নিগার সুলতানা জ্যোতির দল। ভারতীয় পেসার রেনুকা সিংহের তাণ্ডবে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। রান করতে পারে মাত্র ২৫।

রেনুকার ৩ শিকারের বিপরীতে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। তবে অন্য প্রান্তে কোনো সতীর্থই সঙ্গী দিতে পারছিল না তাকে।

 

সপ্তম উইকেটে অবশ্য জ্যোতিকে কিছুটা সঙ্গ দেন স্বর্ণা আক্তার। দুজনের ৩৬ রানের ‍জুটিতে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৮০ রান করতে পারে। শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ২ চারে ৫১ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন জ্যোতি। অন্যদিকে ১৮ বলে ২ চারে ১৯ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। রেনুকার মতো ৩টি করে উইকেট নেন বাঁহাতি স্পিনার রাধা যাদব। রেনুকার ১০ রানের বিপরীতে ১৪ রান খরচ করেন রাধা।