স্পোর্টস ডেস্ক: ২০০৫ সালে রাফায়েল নাদালের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এটিপি বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষ পাঁচ জনের মধ্যে নাম লিখিয়েছেন স্প্যানিশ টিন এজার কার্লোস আলকারাজ।
হামবুর্গ ওপেনে রানার্স-আপ হয়ে আলকারাজ ৩০০ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন।
ঠিক এক বছর আগে উমাগে ট্যুর পর্যায়ে সর্বপ্রথম শিরোপা জয়ের পর থেকে এ পর্যন্ত যে ২৫০ পয়েন্ট হারিয়েছিলেন তার থেকে ৫০ পয়েন্ট বেশী অর্জন করে শীর্ষ পাঁচে উঠে এসেছেন আলকারাজ। হামবুর্গে শিরোপা জিততে পারলে তিনি চার নম্বরে উঠে আসতেন।
হামবুর্গে আলকারাজকে পরাজিত করে শিরোপা জেতার কৃতিত্ব দেখান ২০ বছর বয়সী ইতালিয়ান তরুন লোরেঞ্জো মুসেত্তি। ক্যারিয়ারে ট্যুর পর্যায়ে প্রথম এই শিরোপা জয়ের পর মুসেত্তি ৩১ ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা ৩১ নম্বর র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।
২০০০ সালের পর র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকা সর্বকনিষ্ঠ পাঁচ খেলোয়াড়ের তালিকা :
নাম র্যাংক তারিখ বয়স
রাফায়েল নাদাল (স্পেন) ৫ ৯ মে, ২০০৫ ১৮ বছর ১১ মাস ৬ দিন
কার্লোস আলকারাজ (স্পেন) ৫ ২৫ জুলাই, ২০২২ ১৯ বছর ২ মাস ২০ দিন
নোভাক জকোভিচ (সার্বিয়া) ৫ ৩০ এপ্রিল, ২০০৭ ১৯ বছর ১১ মস ৮ দিন
লেটন হিউয়েট (অস্ট্রেলিয়া) ৫ ২৫ জুন, ২০০১ ২০ বছর ৪ মাস ১ দিন
আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৪ ১১ সেপ্টেম্বর, ২০০৭ ২০ বছর ৪ মাস ২২ দিন