রেসলিং দুনিয়া থেকে অবসর নিচ্ছেন জন সিনা। ২০২৫ সালটাই হতে যাচ্ছে এই কিংবদন্তীর শেষ বছর। কানাডায় ডব্লিউডব্লিউই মানি ইন দ্য ব্যাঙ্ক অনুষ্ঠানে গিয়ে অবসরের কথা জানান এই রেসলার। রিংয়ে প্রবেশের সময় জন সিনা একটি তোয়ালে তুলে ধরেন - যেখানে লেখা, 'এবার শেষ সময়'।
এই অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে তিনি এসে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘দুই যুগের বেশ সময় ধরে আমি ডব্লিউডব্লিউই -তে রয়েছি। আমরা এখন যে অবস্থানে আছি সেখানে আসার যাত্রাটা আমি পুরো দেখেছি। ডব্লিউডব্লিউই এখন শহরের অন্যতম জনপ্রিয় জিনিস।
জন সিনা জানান, ২০২৫ সালের রয়্যাল রাম্বেল, এলিমিনেশন চেম্বার এবং রেসলমেনিয়া-৪১ দিয়ে শেষ করবেন তার ক্যারিয়ার।
২০০২ সালে রেসলিংয়ের দুনিয়ায় পা রাখেন জন সিনা।
রেসলমেনিয়া ৪০-এ তিনি কোডি রোডসকে সাহায্য করেন রোমান রেইন্সকে হারিয়ে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিততে।