কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ লাস ভেগাসে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল করতে পারেনি দুই দল। গোলশূন্য সমতায় খেলা শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায় ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেমি ফাইনালে উঠে গেল বিয়েলসার শিষ্যরা।
একের পর এক ফাউলে পুরো ৯০ মিনিট জুড়ে দর্শকদের জন্য উপভোগ্য ফুটবল উপহার দিতে পারল না কোন দলই। প্রথমার্ধের শুরুতে সেভাবে আক্রমণেও যেতে পারেনি ব্রাজল। অন্যদিকে প্রতিপক্ষের রক্ষণভাগকে বেশ চাপে রেখেছিল উরুগুয়ে। ম্যাচের ১৮তম মিনিটে ডারইউন নুনেজের দুর্দান্ত এক হেড রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা।
বিরতির পর চলতে থাকে একের পর এক ফাউল। ৭৪ মিনিটে নান্দেজ লাল খেয়ে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। রদ্রিগোকে পেছন থেকে এসে বিপদজনক ট্যাকল করেন নান্দেজ। রেফারি শুরুতে হলুদ কার্ড দিলেও ভিএআর দেখার পর এই ফাউলে আসে লাল কার্ড।
টাইব্রেকারে ব্রাজিলের মিলিতাও আর ডগলাস লুইস শট মিস করলে ৪-২ ব্যবধানে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয় সেলেসাওদের।