আসরের শুরু থেকেই গোলের জন্য হাপিত্যেশ করতে হচ্ছিল ফ্রান্সকে। কিলিয়ান এমবাপ্পে, আন্তোয়ান গ্রিয়েজমানদের নিয়ে গড়া আক্রমণভাগও স্বস্তি দিচ্ছিল না ফরাসিদের৷ শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষেও গোল যেন 'সোনার হরিণ' হয়ে ওঠে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি দিদিয়ের দেশমের দলকে।বেলজিয়ামের জমাট রক্ষণ ভাঙতে সক্ষম হয় ফ্রান্স।
খেলার শুরু থেকেই দুই দলই সাবধানী ফুটবল খেলতে থাকে। কোনোরকম ঝুঁকি নেয়নি কেউই।
দ্বিতীয়ার্ধে বলের দখলের সঙ্গে আক্রমণেও এগিয়ে থাকে ফ্রান্স। বেশ কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। কখনো বাধা হয়ে দাঁড়ান বেলজিয়ান গোলরক্ষক কোয়েইন ক্যাস্টেলস। আবার কখনো নিশানা খুঁজে পায়নি ফরাসি ফরোয়ার্ডরা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়ানোর অপেক্ষায় তখনি বাজিমাত করে ফ্রান্স।
চলমান ইউরোতে এখনো ওপেন প্লে থেকে গোল পায়নি ফ্রান্স। অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলের পর নেদারল্যান্ডসের সঙ্গে করে গোল শুন্য ড্র। পোল্যান্ডের বিপক্ষে ড্রয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। বেলজিয়ামের বিপক্ষেও জিতল আত্মঘাতী গোলে। ফরাসি ফরোয়ার্ডদের এমন গোল খরা নিশ্চয় ভাবনায় ফেলে দিয়েছে কোচ দেশমকে।