NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

আত্মঘাতী গোলে বেলজিয়ামকে বিদায় করে শেষ আটে ফ্রান্স


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ১০:০৬ এএম

আত্মঘাতী গোলে বেলজিয়ামকে বিদায় করে শেষ আটে ফ্রান্স

আসরের শুরু থেকেই গোলের জন্য হাপিত্যেশ করতে হচ্ছিল ফ্রান্সকে। কিলিয়ান এমবাপ্পে, আন্তোয়ান গ্রিয়েজমানদের নিয়ে গড়া আক্রমণভাগও স্বস্তি দিচ্ছিল না ফরাসিদের৷ শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষেও গোল যেন 'সোনার হরিণ' হয়ে ওঠে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি দিদিয়ের দেশমের দলকে।বেলজিয়ামের জমাট রক্ষণ ভাঙতে সক্ষম হয় ফ্রান্স।

সেটাও আবার আত্মঘাতী গোলে। সেই গোলে চড়েই ফ্রান্স পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।

 

খেলার শুরু থেকেই দুই দলই সাবধানী ফুটবল খেলতে থাকে। কোনোরকম ঝুঁকি নেয়নি কেউই।

রক্ষণ আগলে রেখে সুযোগ বুঝে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। তাতে অবশ্য কাজে আসেনি। প্রথমার্ধের শেষ দিকে কৌশল বদলে আক্রমণে মনোযোগী হয় ফ্রান্স। ফলে সুযোগ তৈরি হয় কিন্তু এমবাপ্পে, মার্কুস থুরামরা নিখুঁত ফিনিশিং করতে পারেননি।

 

দ্বিতীয়ার্ধে বলের দখলের সঙ্গে আক্রমণেও এগিয়ে থাকে ফ্রান্স। বেশ কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। কখনো বাধা হয়ে দাঁড়ান বেলজিয়ান গোলরক্ষক কোয়েইন ক্যাস্টেলস। আবার কখনো নিশানা খুঁজে পায়নি ফরাসি ফরোয়ার্ডরা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়ানোর অপেক্ষায় তখনি বাজিমাত করে ফ্রান্স।

৮৫ মিনিটে বদলি নামা কোলো মুয়ানির শট বেলজিয়ান ডিফেন্ডার জান ভারতোঙ্গেনের গায়ে লেগে দিক বদলে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী গোলেই শেষ আটে পা দেয় দেশমের দল। 

 

চলমান ইউরোতে এখনো ওপেন প্লে থেকে গোল পায়নি ফ্রান্স। অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলের পর নেদারল্যান্ডসের সঙ্গে করে গোল শুন্য ড্র। পোল্যান্ডের বিপক্ষে ড্রয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। বেলজিয়ামের বিপক্ষেও জিতল আত্মঘাতী গোলে। ফরাসি ফরোয়ার্ডদের এমন গোল খরা নিশ্চয় ভাবনায় ফেলে দিয়েছে কোচ দেশমকে।