শেষ সময়ের গোলে চেকিয়াকে (চেক প্রজাতন্ত্রের নতুন নাম) ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। ২ জয় ১ হারে ইউরো চ্যাম্পিয়নশিপে এফ-গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।
শেষ ষোলোতে জায়গা পেতে হলে তুরস্কের বিরুদ্ধে জিততে হত চেকিয়াকে। ফলে প্রথমার্ধের শুরুতে তুরস্ককে চাপে রেখে আক্রমণাত্মক খেলা শুরু করে তারা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ কাজে লাগায় তুুরস্ক।
৫১ মিনিটের মাথায় ইয়েলদিজ়ের শট চেকিয়ার গোলরক্ষক স্টানেক ঠেকিয়ে দিলেও ফিরতি বল পান হাকান কালহানগলু।
শেষ ষোলোতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তুরস্ক। অন্য দিকে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে চেকিয়ার