শেষ সময়ের গোলে চেকিয়াকে (চেক প্রজাতন্ত্রের নতুন নাম) ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। ২ জয় ১ হারে ইউরো চ্যাম্পিয়নশিপে এফ-গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।
শেষ ষোলোতে জায়গা পেতে হলে তুরস্কের বিরুদ্ধে জিততে হত চেকিয়াকে। ফলে প্রথমার্ধের শুরুতে তুরস্ককে চাপে রেখে আক্রমণাত্মক খেলা শুরু করে তারা।