সমালোচনার খরস্রোত থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেটা বারংবার করে দেখিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মধ্যে এবারও যখন তাঁর পারফরম্যান্স তালানীতে, সমালোচনায় জর্জরিত সাকিব। তখন ব্যাট হাতে অনবদ্য এক ইনিংস খেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টিতে ফিফটি করে ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন সাকিব।
ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানান, আজ তার দিন ছিল। এক প্রশ্নের জবাবে বলেন, ‘নিজেরটা নিয়ে আসলে কখনো চিন্তিত ছিলাম না ক্যারিয়ারে। আমি মনে করি না যে আমি কখনও এই চিন্তা করেছি।
ধারণা করা হচ্ছিল সেন্ট ভিনসেন্টের উইকেটের ধরণ অনুযায়ী বল হাতে সাফল্য পেতে পারেন সাকিব।
নিজের ইনিংসটি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পারলে তো সবসময় ভালো লাগে। গুরুত্বপূর্ন ছিল শীর্ষ চার থেকে কেউ একজন বড় স্কোর করা কিংবা বেশি সময় ব্যাটিং করা, আজকে আমার দিন ছিল আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি।