প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে আফনানদের কাছে ধরাশায়ী হয়েছে উগান্ডা। ব্যাটে বলে আফগানদের কাছে পাত্তাই পায়নি ব্রায়ন মাসাবার দল। হারার পর ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উগান্ডার অধিনায়ক শোনালেন আশার বাণী। ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন

উগান্ডা অধিনায়ক বলেন, "বিশ্বকাপের মঞ্চে আমাদের জাতীয় সংগীত শোনা, জাতীয় পতাকাকে উড়তে দেখাটা আমার কাছে বিশেষ এক মুহূর্ত।

এটি আমি আজীবন মনে রাখব।"

 

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন "তারা (আফগানিস্তান) শুরুটা দুর্দান্ত করেছিল। আমি মনে করি, শেষ দিকে বল হাতে আমরা কামব্যাক করেছি। ভালো খেলার জন্য তাদেরকে কৃতিত্ব দিতেই হবে।

বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইপআপ তাদের, ভালো পেসারের পাশাপাশি রয়েছে মানসম্পন্ন স্পিনার। আমরা পাপুয়া নিউগিনির বিপক্ষে ঘুরে দাঁড়াবো।"

 

উল্লেখ্য, প্রথমবার বিশ্বকাপের মঞ্চে এসে আফগানিস্তানের কাছে ১২৫ রানে হেরে গেছে।