শ্রীলঙ্কাকে ৭৭ রানে অলআউট করেই জয়ের রাস্তাটা করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে যদিও বাকি কাজটা খুব সহজ হয়নি। জয় পেতে ১৭ তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে, উইকেট হারাতে হয়েছে ৪ টি। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে বিশ্বকাপ শুরু প্রোটিয়াদের।
টস জিতে ব্যাটিংই নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু দারুণ বোলিংয়ে তাঁর সিদ্ধান্ত ভুল প্রমাণ করেছেন প্রোটিয়া বোলাররা। বিশেষ করে এনরিক নোর্কিয়া ও কেশব মহারাজ ব্যাটারদের কোন সুযোগ না দিয়ে একে পর এক উইকেট তুলে নিয়েছেন। মাত্র ৭ রানে ৪ উইকেট নোর্কিয়ার।
অল্প রান তাড়া করতে নেমেও সতর্ক ব্যাকটিং করতে হয় প্রোটিয়াদের।
ডি কক ২০ ও অপরাজিত ১৯ রান করেন ক্লাসেন। ক্রিকইনফো