চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। ১০ ইনিংসে ব্যাট করে এক সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিতে তার রান ৫০০। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক হয়েও কোহলি যেন স্বস্তিতে নেই। রান পেলেও তার ধীরগতির ব্যাটিং নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা।
ব্যাট হাতে ছন্দে থাকলেও যে গতিতে রান তুলছেন তা কারো পছন্দ হচ্ছে না। এবার ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন ব্যাটাররা।
গতকাল গুজরাট টাইটান্সের ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোহলি ৪৪ বলে অপরাজিত ছিলেন ৭৭ রানে। এর পরেই সমালোচকদের নিয়ে তিনি বলেছেন, ‘যারা আমার স্ট্রাইক রেট এবং আমি স্পিন ভালো খেলতে পারি না এ কথা বলে, তারা এসব বলতেই ভালোবাসে। কিন্তু আমার কাছে দলের জয় আসল। এবং এ কারণে আপনি এটা ১৫ বছর ধরে করে যাবেন।