মৌসুমের পর মৌসুম চলে যায়, কিন্তু বায়ার্ন মিউনিখের রাজত্বে কেউ হানা দিতে পারছিল না। অবশেষে ১১ মৌসুম পর জার্মান ফুটবল পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। বায়ার্নের রাজত্বে হানা দিয়ে প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জয় থেকে মাত্র ৩ পয়েন্ট দূরে আছে বায়ার্ন লেভারকুসেন। রবিবার ঘরের মাঠে ওয়েডারকে হারালেই চ্যাম্পিয়ন উৎসবে মাতোয়ারা হবে জাবি আলনসোর দল।
গত শনিবার ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়ে বায়ার্ন থেকে লেভারকুসেন এগিয়ে ১৬ পয়েন্টে। এতে ৪১ ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রেখেছে আলনসোর দল। এখন শুধু অপেক্ষা প্রথম লিগ শিরোপার।
লিগ ছাড়াও জার্মান কাপ ও ইউরোপা লিগ জয়ের সুযোগ আছে লেভারকুসেনের সামনে। ফাইনালে উঠেছে কাপ টুর্নামেন্টের। আর ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার ওয়েস্ট হামের বিপক্ষে লড়বে তারা।