মৌসুমের পর মৌসুম চলে যায়, কিন্তু বায়ার্ন মিউনিখের রাজত্বে কেউ হানা দিতে পারছিল না। অবশেষে ১১ মৌসুম পর জার্মান ফুটবল পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। বায়ার্নের রাজত্বে হানা দিয়ে প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জয় থেকে মাত্র ৩ পয়েন্ট দূরে আছে বায়ার্ন লেভারকুসেন। রবিবার ঘরের মাঠে ওয়েডারকে হারালেই চ্যাম্পিয়ন উৎসবে মাতোয়ারা হবে জাবি আলনসোর দল।