ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হলেও দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। টেস্ট সিরিজটি বাংলাদেশের অনেক দিনের দুঃস্মৃতির কারণ হবে। প্রথমত, হারের ধরণ। দ্বিতীয়ত, ঘরের মাঠে ভালো উইকেটে খেলেও ব্যাটারদের হতশ্রী ব্যাটিং।
বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস তুলনামূলক নতুনদের মধ্যে মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপুদের ব্যাট কথা বলেনি একদমই। টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার মমিনুল হকও বড় ইনিংস খেলতে পারেননি। সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে ফিরে ব্যাট হাতে খুব বেশি অবদান রাখতে পারেননি। প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা নিয়ে আক্ষেপ তো আছেই, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, অভিজ্ঞদের পারফরম্যান্স তাঁকে বেশ হতাশ করেছে।
আজ মিরপুরে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশের নারী দলের শেষ টি-টোয়েন্টি শেষে জালাল ইউনুস বলেন, ‘আসলে ম্যাচ তো হারতেই পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি ওরা (শ্রীলঙ্কা) ৫০০ রান করতে পারে, তাহলে আমরা ৪৫০ করতে পারলাম না কেন? ৪০০+ করতে পারলাম না কেন? এখানে বড় একটা আক্ষেপ আছে। ঘরের মাঠ।
টেস্ট সিরিজ শেষ হয়েছে গতকাল। জালাল ইউনুস জানিয়েছেন, টেস্ট সিরিজে ব্যর্থতার কারণ খুঁজতে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে বসবেন তাঁরা।