আগের দিন তাও উইকেটে হালকা সবুজ ঘাসের ছোঁয়া ছিল। কিন্তু রাত পোহাতে না পোহাতেই তাও ছেঁটে ফেলা হয়েছে। যে কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট আরো ব্যাটিং সহায়ক হয়ে ওঠার সম্ভাবনায় টস জিতে আগে ব্যাটিং বেছে নিতে সামান্যতম দ্বিধা করেননি শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশকে তাই সিলেট টেস্টের মতোই আগে বোলিং করতে হচ্ছে।
পার্থক্য বলতে সিলেটে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। এবার আগের টেস্টে ৩২৮ রানের এক বিব্রতকর হারের ধাক্কা সামলে ওঠার লড়াইয়ে অবশ্য সাকিব আল হাসানকে নিয়েই নেমেছেন নাজমুল।
একাদশে অবশ্য পরিবর্তন এই একটিই নয়, আরো আছে। টানা খেলার মধ্যে থাকায় পেসার শরিফুল ইসলামের বিশ্রাম পাওয়াটা অনুমিতই ছিল।
সিলেটে তিন পেসার নিয়ে খেললেও চট্টগ্রামে স্বাগতিকদের সজ্জা বদলেছে।