আগের দিন তাও উইকেটে হালকা সবুজ ঘাসের ছোঁয়া ছিল। কিন্তু রাত পোহাতে না পোহাতেই তাও ছেঁটে ফেলা হয়েছে। যে কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট আরো ব্যাটিং সহায়ক হয়ে ওঠার সম্ভাবনায় টস জিতে আগে ব্যাটিং বেছে নিতে সামান্যতম দ্বিধা করেননি শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশকে তাই সিলেট টেস্টের মতোই আগে বোলিং করতে হচ্ছে।