দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। আগামীকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
প্রতিপক্ষের শক্তি কোথায় সে প্রসঙ্গে নিগার বলেন, ‘তারা ৪ থেকে ৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য থাকবে, তাদের সেই শক্তির জায়গাটা যেন ভেঙে দিতে পারি যত দ্রুত সম্ভব হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। সম্প্রতি ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো বড় দলগুলোর বিপক্ষে সিরিজ খেললেও এই সিরিজকে সবচেয়ে বড় মনে করেন নিগার। অস্ট্রেলিয়ার মেয়েরা প্রথমবার বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এলেও তারা এই সফরকে গুরুত্ব দিচ্ছেন বলে মনে করেন নিগার, ‘এখন পর্যন্ত অবশ্যই (সবচেয়ে বড় সিরিজ)। তারা বিশ্বের ভালো দল। বিশ্ব চ্যাম্পিয়ন দল।