প্রথম লেগ ৩-১ গোলে জিতে কাজ অনেকটাই সেরে রেখেছিল ম্যানচেস্টার সিটি৷ ফিরতি লেগেও চ্যাম্পিয়নরা জিতল একই ব্যবধানে। দুই লেগ মিলিয়ে কোপেনহেগেনের বিপক্ষে ৬-২ গোলে জিতে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে ৩০ ম্যাচ অপরাজিত থাকল সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ জুড়েই আধিপত্য ছিল পেপ গার্দিওলার দলের।

পঞ্চম মিনিটেই নাথাক অ্যাকাঞ্জির গোল এগিয়ে দেয় সিটিজেনদের৷ হুলিয়ান আলভারেসের মাপা ক্রস বক্সে পেয়ে অনায়াসে জালে জড়ান সিটির এই ডিফেন্ডার। 

 

চার মিনিট পরেই এবার আলভারেস ঝলক। ব্যবধান ২-০ করে ফেলে স্বাগতিকরা। হুলিয়ান আলভারেসের নেওয়া কর্নার দূরের পোস্টে রদ্রির হেড ক্রসবারে লেগে বল চলে যায় আবার আলভারেসের পায়ে।

বক্সের কোণা থেকে এই আর্জেন্টাইনের শট কোপেনহেগেন গোলরক্ষক গ্লাভসে আটকাতে না পারলে জড়িয়ে যায় জালে।

 

২৯ মিনিটে স্রোতের বিপরীতে গিয়ে গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় কোপেনহেগেন। জালের দেখা পান আল ইউনিসি। তবে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান আরো বাড়িয়ে নেয় সিটিজেনরা।

এবার গোল করেন আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি গার্দিওলার শিষ্যরা। ফলে আর ব্যবধান বাড়ানো হয়নি।