প্রথম লেগ ৩-১ গোলে জিতে কাজ অনেকটাই সেরে রেখেছিল ম্যানচেস্টার সিটি৷ ফিরতি লেগেও চ্যাম্পিয়নরা জিতল একই ব্যবধানে। দুই লেগ মিলিয়ে কোপেনহেগেনের বিপক্ষে ৬-২ গোলে জিতে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে ৩০ ম্যাচ অপরাজিত থাকল সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ জুড়েই আধিপত্য ছিল পেপ গার্দিওলার দলের।