২ উইকেটে ২০৭ রানে আজ রাজকোট টেস্টের তৃতীয় দিন শুরু করা ইংল্যান্ড রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতিতেও সুবিধা করতে পারেনি। ১১২ রান যোগ করতে হারায় বাকি ৮ উইকেট। এতে ৩১৯ রানে থামে সফরকারীদের ইনিংস। প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলা ভারত ১২৬ রানের লিডে দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ১৯৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে।
আগের দিনে ১৩৩ রান নিয়ে অপরাজিত থাকা বেন ডাকেট ২০ রান যোগ করে আউট হন। তার আগেই অবশ্য ফেরেন আরেক অপরাজিত ব্যাটার জো রুট, ১৮ রান করেন তিনি। এরপর ভারতীয় বোলারদের তোপে অধিনায়ক বেন স্টোকস (৪১) ও বেন ফোকস (১৩) ছাড়া ইংল্যান্ডের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।
পরে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত ৩২২ রানের লিডে দিনের খেলা শেষ করে। দলীয় ৩০ রানে ওপেনার রোহিত শর্মা আউট হলেও সেঞ্চুরি তুলে নেন যশস্বী জয়সওয়াল।