পাকিস্তান সুপার লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে এই টুর্নামেন্ট ছাড়তে হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের ক্রিকেটারদের। তাদের অভাব পূরণে নতুন করে বিদেশী ক্রিকেটার নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই অংশ হিসেবে ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের উইকেটরক্ষক-ব্যাটার টম মুরস ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ক্রিকেটার ব্রুক ডেভিড গেস্ট।
বিপিএলের আরেক দল দুর্দান্ত ঢাকা আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে দলে নিয়েছে তারা। বিপিএলের গত মৌসুমের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সে ছিলেন ইরফান।
ইরফানের সাথে ঢাকা দলে নিয়েছে স্থানীয় তরুণ ক্রিকেটার গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলামকে।