বয়স ঘড়ির কাঁটা একচল্লিশ পেরিয়েও থামার কোনো লক্ষণ নেই জেমস অ্যান্ডারসনের। ২২তম পঞ্জিকাবর্ষেও টেস্ট খেলতে নেমেছেন বর্ষীয়ান এই ইংলিশ পেসার। বিশাখাপত্তমে ৪১ বছর ১৮৭ দিনে খেলতে নামেন অ্যান্ডারসন। ভারতের মাটিতে কোনো পেসারের সবচেয়ে বেশি পেসার হিসেবে টেস্ট খেলার রেকর্ড তাতে গড়লেন তিনি।
দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাখাপত্তম টেস্টের প্রথম দিনের আলো পুরোটা নিজের ওপর নিয়েছেন যশস্বী জওসওয়াল। ১৭৯ রানের অপরাজিত অসাধারণ এক সেঞ্চুরি করে প্রথম দিন শেষ করছেন তিনি। ইংলিশ স্পিনারদের বিপক্ষে অনেকটা একা লড়াই করেছেন জয়সওয়াল।
টস জিতে ব্যাটিং নেন রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করে আউট হন ভারতীয় অধিনায়ক।
ইংল্যান্ডের অন্য দুই স্পিনার রেহান আহমেদ এবং হায়দরাবাদে ইংলিশ রূপকথা রচনার অন্যতম নায়ক টম হার্টলিও বেশ ভুগিয়েছেন ভারতীয় ব্যাটারদের। লেগ স্পিনার রেহান আহমেদ ১৬ ওভার বল করে ৬১ রানে নিয়েছেন ২ উইকেট। ভারতের হয়ে প্রথম টেস্ট খেলতে নামা রজত পাতিদরকে বোল্ড করার পর তিনি ফিরিয়েছেন শ্রিকর ভরতকে আর হার্টলির শিকার শ্রেয়াস আয়ার। ইংলিশ স্পিনারদের বিপক্ষে তেমন সুবিধে করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। যদিও প্রথম ছয় ব্যাটারই গড়েছেন দুই অঙ্কের স্কোর। কিন্তু ইনিংসটা খুব বড় করতে পারেনি কেউ-ই।
ব্যতিক্রম শুধু জয়সওয়াল। সতীর্থদের কিছুটা অবদানে অনেকটা একা টেনে নিয়েছেন তিনি ভারতীয় ইনিংস। দুর্দান্ত ইনিংসটা খেলার পথে কিছু রেকর্ডও গড়েছেন তিনি। কোনো টেস্ট ম্যাচের প্রথম দিনে কোনো ভারতীয় ব্যাটারের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ স্কোরটা এখন তাঁরই। টেস্টের প্রথম দিনে ভারতের হয়ে সর্বোচ্চ ২২৮ রান করেছিলেন বীরেন্দর শেবাগ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক দিনে তৃতীয় সর্বোচ্চ স্কোরও এখন জয়সওয়ালের। এ ক্ষেত্রে তাঁর সামনে শুধু করুণ নায়ার (২৩২ রান) এবং কিংবদন্তি সুনীল গাভাস্কার (১৭৯ রান)।