বয়স ঘড়ির কাঁটা একচল্লিশ পেরিয়েও থামার কোনো লক্ষণ নেই জেমস অ্যান্ডারসনের। ২২তম পঞ্জিকাবর্ষেও টেস্ট খেলতে নেমেছেন বর্ষীয়ান এই ইংলিশ পেসার। বিশাখাপত্তমে ৪১ বছর ১৮৭ দিনে খেলতে নামেন অ্যান্ডারসন। ভারতের মাটিতে কোনো পেসারের সবচেয়ে বেশি পেসার হিসেবে টেস্ট খেলার রেকর্ড তাতে গড়লেন তিনি।