NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ভারত-ইংল্যান্ড টেস্ট বিশাখাপত্তমে জয়সওয়ালের একার লড়াই


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৫৯ পিএম

ভারত-ইংল্যান্ড টেস্ট বিশাখাপত্তমে জয়সওয়ালের একার লড়াই

বয়স ঘড়ির কাঁটা একচল্লিশ পেরিয়েও থামার কোনো লক্ষণ নেই জেমস অ্যান্ডারসনের। ২২তম পঞ্জিকাবর্ষেও টেস্ট খেলতে নেমেছেন বর্ষীয়ান এই ইংলিশ পেসার। বিশাখাপত্তমে ৪১ বছর ১৮৭ দিনে খেলতে নামেন অ্যান্ডারসন। ভারতের মাটিতে কোনো পেসারের সবচেয়ে বেশি পেসার হিসেবে টেস্ট খেলার রেকর্ড তাতে গড়লেন তিনি।

রেকর্ড গড়া ম্যাচে শুভমানের উইকেটটিও নিয়েছেন অ্যান্ডারসন। 
দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাখাপত্তম টেস্টের প্রথম দিনের আলো পুরোটা নিজের ওপর নিয়েছেন যশস্বী জওসওয়াল। ১৭৯ রানের অপরাজিত অসাধারণ এক সেঞ্চুরি করে প্রথম দিন শেষ করছেন তিনি। ইংলিশ স্পিনারদের বিপক্ষে অনেকটা একা লড়াই করেছেন জয়সওয়াল।
ইনিংসের গোড়াপত্তন করতে নেমে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত সব স্ট্রোক খেলে ১৭টি চার এবং ৫টি ছক্কায় পৌনে দুই শ ছাড়ানো ইনিংসটি খেলেছেন তিনি। জয়সওয়ালের ব্যাটে সওয়ার হয়ে ৬ উইকেটে ৩৩৬ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। 
টস জিতে ব্যাটিং নেন রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করে আউট হন ভারতীয় অধিনায়ক।
১৪ রান করে শোয়েব বশিরের বলে হয়েছেন অলি পোপের তালুবন্দি। ভিসা জটিলতায় প্রথম টেস্ট খেলতে পারেননি বশির। গতকাল অভিষেকে উজ্জ্বল আলো ছড়ালেন এই অফস্পিনার। রোহিতের পর শিকার বানিয়েছেন অক্ষর প্যাটেলকেও। সব মিলিয়ে ২৮ ওভার বোলিং করে অভিষেক ইনিংসে বশিরের শিকার ২ উইকেট।
 
ইংল্যান্ডের অন্য দুই স্পিনার রেহান আহমেদ এবং হায়দরাবাদে ইংলিশ রূপকথা রচনার অন্যতম নায়ক টম হার্টলিও বেশ ভুগিয়েছেন ভারতীয় ব্যাটারদের। লেগ স্পিনার রেহান আহমেদ ১৬ ওভার বল করে ৬১ রানে নিয়েছেন ২ উইকেট। ভারতের হয়ে প্রথম টেস্ট খেলতে নামা রজত পাতিদরকে বোল্ড করার পর তিনি ফিরিয়েছেন শ্রিকর ভরতকে আর হার্টলির শিকার শ্রেয়াস আয়ার। ইংলিশ স্পিনারদের বিপক্ষে তেমন সুবিধে করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। যদিও প্রথম ছয় ব্যাটারই গড়েছেন দুই অঙ্কের স্কোর। কিন্তু ইনিংসটা খুব বড় করতে পারেনি কেউ-ই। 
ব্যতিক্রম শুধু জয়সওয়াল। সতীর্থদের কিছুটা অবদানে অনেকটা একা টেনে নিয়েছেন তিনি ভারতীয় ইনিংস। দুর্দান্ত ইনিংসটা খেলার পথে কিছু রেকর্ডও গড়েছেন তিনি। কোনো টেস্ট ম্যাচের প্রথম দিনে কোনো ভারতীয় ব্যাটারের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ স্কোরটা এখন তাঁরই। টেস্টের প্রথম দিনে ভারতের হয়ে সর্বোচ্চ ২২৮ রান করেছিলেন বীরেন্দর শেবাগ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক দিনে তৃতীয় সর্বোচ্চ স্কোরও এখন জয়সওয়ালের। এ ক্ষেত্রে তাঁর সামনে শুধু করুণ নায়ার (২৩২ রান) এবং কিংবদন্তি সুনীল গাভাস্কার (১৭৯ রান)।