বিপিএলের দশম আসর শুরুর আগে আজ চমক দিল ফরচুন বরিশাল। এ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকান এই আগ্রাসী ব্যাটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
মিলার ছাড়াও ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী বরিশালের।
ব্যাটিংয়ে মিলার-তামিমদের সঙ্গ দেওয়ার জন্য আছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং, সৌম্য সরকার, ইব্রাহিম জাদরানরা। মিলার অবশ্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টি নিয়ে ব্যস্ত।