২০২৩ সালটা যেন স্বপ্নের মতো কাটিয়েছেন শুভমান গিল। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পেয়েছে ডাবল সেঞ্চুরির দেখা। বছরজুড়ে দারুণ ছন্দে ছিলেন বিরাট কোহলি। আর বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন মোহাম্মদ সামি।
গেল বছরে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন গিল। ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে এই ওপেনার করেন এক হাজার ৫৮৪ রান। গেল বছর সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি, ৬টি।
বিশ্বকাপে শুরুর ৪ ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয় মোহাম্মদ সামিকে। এরপর সুযোগ পেয়েই অবিশ্বাস্যরূপে দেখা মেলে এই পেসারের। ৭ ম্যাচ খেলে নেন ২৪ উইকেট, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। ২০২৩ সালে ১৯ ম্যাচে তার শিকার ৪৩ উইকেট।
মেয়েদের ওয়ানডে ফরম্যাটে বর্ষসেরার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।