গত বছরের ফেব্রুয়ারির পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি কাইরন পোলার্ডকে। তবে এখনো ঠিকই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাচ্ছেন। এর মধ্যে এবার তাঁকে দেখা যাবে অন্য ভূমিকায়। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইসিবি। তারা জানিয়েছে, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সহকারী কোচ হিসেবে ইংল্যান্ডের পুরুষ দলের সঙ্গে থাকবেন পোলার্ড।’ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে পোলার্ডকে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে ইসিবি।
ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পোলার্ডের।
সর্বশেষ অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে ইংল্যান্ড। শিরোপা ধরে রাখতে এবার পোলার্ডের টোটকাও পাচ্ছেন জশ বাটলাররা।