ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস। মেয়েদের টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়া নারী দলকে হারের তেতো স্বাদ দিল ভারতের নারী দল। মুম্বাইয়ের ম্যাচে হারমান প্রীত কাউরের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দলকে। কয়েকদিন আগে রানে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।
১৯৭৭ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের মহিলা দল। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ় হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া।
টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলারেরা।
ইতিহাস গড়া জয়ে উচ্ছাসের প্লাবনে ভাসছে ভারতের মেয়েরা। মুম্বাইয়ে অবিস্মরণীয় জয়ের পর পুজা বস্ত্রকর বলছিলেন,‘ খুব খুব খুশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। ইতিহাসি রচিত হলো।’