ফুটবল বিশ্বকাপের সফল দলগুলোর অন্যতম জার্মানি। বড়দের বৈশ্বিক এই ফুটবল আসরে চারবার শিরোপা জিতেছে তারা। কিন্তু ছোটদের বিশ্বকাপে এত দিন কোনো ট্রফি ছিল না তাদের। ওই আক্ষেপও জার্মানিদের ঘুচল অবশেষে।
ইউরোপের পঞ্চম দল হিসেবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ জিতল জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। গত জুনে ফ্রান্সের কিশোরদের হারিয়েই অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল জার্মানরা।
২৯ মিনিটে প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি অনূর্ধ্ব-১৭ দল।
৬৯ মিনিটে উইনার্স উসাউই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। একজন কম নিয়ে খেলে রক্ষণ দুর্গ বেশিক্ষণ সামলাতে পারেনি জার্মানি। আক্রমণের ঢেউ বইয়ে দিয়ে ৮৫ মিনিটে গোলও পেয়ে যায় ফ্রান্স। টিডিয়াম গোমিসের অ্যাসিস্টে ফ্রান্সের হয়ে সমতা ফেরায় ম্যাথিস আমোউগো (২-২)।
নির্ধারিত সময়ের খেলা শেষ হয় দুই দল গোলের এই সমতায়। এরপর টাইব্রেকারে প্রথম পাঁচ শটেও ছিল ৩-৩-এ সমতা। কিন্তু ষষ্ঠ শটে ফ্রান্স গোল করতে না পারলেও নিজেদের ছয় নম্বর শটে গোল করে প্রথমবার ছোটদের বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হয় জার্মানির কিশোররা। ম্যাচের শেষ দিকে ৪০ মিনিটেরও বেশি সময় একজন কম নিয়ে খেলেও ফ্রান্সকে হারিয়ে দিল জার্মানির কিশোররা।