NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল দশজনের জার্মানি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৪ পিএম

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল দশজনের জার্মানি

ফুটবল বিশ্বকাপের সফল দলগুলোর অন্যতম জার্মানি। বড়দের বৈশ্বিক এই ফুটবল আসরে চারবার শিরোপা জিতেছে তারা। কিন্তু ছোটদের বিশ্বকাপে এত দিন কোনো ট্রফি ছিল না তাদের। ওই আক্ষেপও জার্মানিদের ঘুচল অবশেষে।

 
রোমাঞ্চ ও ভরপুর নাটকীয়তায় মোড়ানো ফাইনালে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবার ছোটদের বিশ্বকাপ জিতল জার্মানির কিশোররা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২-এ সমতায়। 

 

ইউরোপের পঞ্চম দল হিসেবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ জিতল জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। গত জুনে ফ্রান্সের কিশোরদের হারিয়েই অনূর্ধ্ব-১৭  ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল জার্মানরা।

 
বুদাপেস্টের ওই সোনালি অতীত তারা ফিরিয়ে আনল ইন্দোনেশিয়ার সুরাকার্তার মানাহান স্টেডিয়ামেও। ছোটদের বিশ্বকাপে শিরোপা আছে ফ্রান্সেরও। ২০০১ সালে একমাত্র শিরোপাটা জিতেছে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দল।

 

২৯ মিনিটে প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি অনূর্ধ্ব-১৭ দল।

 
আয়মেন সাদি পেনাল্টি এরিয়াতে ফাউল করায় স্পট কিক পায় জার্মানরা। পেনাল্টি শটে বল জালে পাঠাতে একদম ভুল করেনি ব্রুনার। ৫১ মিনিটে ব্যবধান ২-০ করে নোয়াহ ডারভিচ। ম্যাক্স মোয়েরস্টেডের ক্রসে লক্ষ্যভেদ করে এই কিশোর। মিনিট দুয়েক পর ফ্রান্সের হয়ে একটি গোল শোধ দেয় সায়মন বোয়াব্রে(২-১)।
 
 

 

৬৯ মিনিটে উইনার্স উসাউই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। একজন কম নিয়ে খেলে রক্ষণ দুর্গ বেশিক্ষণ সামলাতে পারেনি জার্মানি। আক্রমণের ঢেউ বইয়ে দিয়ে ৮৫ মিনিটে গোলও পেয়ে যায় ফ্রান্স। টিডিয়াম গোমিসের অ্যাসিস্টে ফ্রান্সের হয়ে সমতা ফেরায় ম্যাথিস আমোউগো (২-২)।
 নির্ধারিত সময়ের খেলা শেষ হয় দুই দল গোলের এই সমতায়। এরপর টাইব্রেকারে প্রথম পাঁচ শটেও ছিল ৩-৩-এ সমতা। কিন্তু ষষ্ঠ শটে ফ্রান্স গোল করতে না পারলেও নিজেদের ছয় নম্বর শটে গোল করে প্রথমবার ছোটদের বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হয় জার্মানির কিশোররা। ম্যাচের শেষ দিকে ৪০ মিনিটেরও বেশি সময় একজন কম নিয়ে খেলেও ফ্রান্সকে হারিয়ে দিল জার্মানির কিশোররা।