ছোটদের বিশ্বকাপে তৃতীয়ও হতে পারল না আর্জেন্টিনার কিশোররা। স্থান নির্ধারনী ম্যাচে মালির কাছেও ৩-০ গোলে হেরে গেছে দক্ষিণ আমেরিকার দেশটি।
ক্লাউদিও এচেভেরির হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে সহজে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। পরের ম্যাচেই অবশ্য হেরে বসে আর্জেন্টাইন কিশোররা।
শুরুটা একদম ভালো হয়নি আর্জেন্টাইন কিশোরদের।
আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে জার্মানি অনূর্ধ্ব-১৭ দল ও ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দল।