অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত ভারতের এখনো টাটকা। সূর্যকুমার যাদব স্বীকারও করেছেন, এটা ভুলতে আরো সময় লাগবে তাঁদের। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক। যার প্রথমটিতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয়ই পেয়েছে তাঁর দল।
জশ ইংলিসের সেঞ্চুরিতে ভারতকে ২০৯ রানের বড় লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ২০৮ রানে। মাত্র তিনটি উইকেট নিতে পেরেছেন ভারতীয় বোলাররা। জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ বিহীন নতুন চেহারার ভারতীয় বোলিং লাইনআপের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ইংলিশ। আগের ১২ টি-টোয়েন্টি খেলে এই উইকেটকিপার-ব্যাটারের রান ২৬৫। কাল খেলেছেন ১১০ রানের ইনিংস।
আর্শদীপ সিংহের ১৭তম ওভারের শেষ তিন বলে চার মেরেছেন ইংলিশ, যার প্রথমটিতে ৪৭ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন। সব মিলিয়ে ৫০ বলের ইনিংসে ১১ চার ও ৮ ছক্কা। দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে ইংলিশের ১৩০ রানের জুটি। ইংলিশের চেয়ে তুলনামূলক বেশ ধীরগতির ইনিংস খেলেছেন স্মিথ। রান আউট হওয়ার আগে ৪১ বলে ৫২ রান করেছেন তিনি। তাঁর ইনিংসে শুধু আটটি চারের মার। অস্ট্রেলিয়ার শুরুটা একটু ধীরেই ছিল। ম্যাথু শর্ট আর স্মিথের ওপেনিং জুটি ৪.৪ ওভার খেলে তোলে ৩১ রান। তিনে নেমে রানের গতি বাড়িয়েছেন ইংলিশ। শেষ দিকে টিম ডেভিড ১৩ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। ক্রিকইনফো