নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ। ঐতিহাসিক মারাকানার গ্যালারি হল উত্তপ্ত। ব্রাজিলের সমর্থকরা গ্যালারিতে দুয়ো দেয় আর্জেন্টিনা দলকে। স্বাগতিক দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থকরা।
লিওনেল মেসিকে শুরুতে রেখেই একাদশ সাজান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগেই উত্তপ্ত হওয়া মারাকানা ম্যাচ শুরুর পর মাঠের লড়াইয়েও দুই দলের খেলোয়াড়দের দেখা যায় আগুনে চেহারায়।
উত্তপ্ত ম্যাচের ১৫ মিনিট যেতে না যেতেই ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস ও রাফিনিয়া হলুদ কার্ড দেখেন। সময় বাড়লে ব্রাজিলও আক্রমণে মনোযোগী হয়।