ব্যাটিংয়ে তিন শ’র কাছাকাছি সংগ্রহ করলেও বল হাতে সেই রান আটকাতে পারেনি পাকিস্তান। দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের দেওয়া লক্ষ্য ছয় বল ও আট উইকেট হাতে রেখেই পৌঁছে যায় আফগানরা। শাহিন আফ্রিদি-হারিস রউফরা বল হাতে এ দিনও ছিলেন ব্যর্থ।

হারের পর অধিনায়ক বাবর আজমের তাই সহজ স্বীকারোক্তি, ‘এই হার আমাদের আঘাত করেছে।

 
আমরা ব্যাটিংয়ে ভালো সংগ্রহ করেছিলাম। কিন্তু বোলিংয়ে আমরা ভালো করতে পারিনি। কারণ মিডল ওভারে উইকেট নিতে পারিনি। বিশ্বকাপে কোনো এক বিভাগে ভালো করতে না পারলে আপনাকে ম্যাচ হারতে হবে।
 
আমাদের উইকেট দরকার ছিল কিন্তু সেটা নিতে পারিনি।’

 

এই প্রথম আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান। এর আগে সাত দেখায় সাতবারই জিতেছিল। চেন্নাইয়ে আফগানিস্তানের ব্যাটাররা যেভাবে ব্যাট হাতে লড়েছে তাতে প্রশংসার দাবি রাখে।

 
পাকিস্তানি বোলাররা ম্যাচে কখনোই দাপট দেখাতে পারেনি। বাবর আজম তাই বললেন, ‘আফগানিস্তান তিন বিভাগেই ভালো খেলেছে, যেকারণে ম্যাচ জিতেছে। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে। পরের ম্যাচে আমরা ভালো করার চেষ্টা করব।
 

 

শুরুর দুই ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ হারের তেতো স্বাদ পেয়েছে পাকিস্তান। বিশেষ করে গতকাল আফগানিস্তানের কাছে হার বড় ধাক্কা দিয়েছে ৯২-এর চ্যাম্পিয়নদের। এই হারে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে বাবর আজমরা।