স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল যুক্তরাষ্ট্রের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে মার্কিন মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বও সামলাবেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড গতকাল রবিববার এক বিবৃতিতে চন্দরপলকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। তার চুক্তির মেয়াদ ২০২৩ সালের শেষ পর্যন্ত। 

কোচ হিসেবে আগেও কাজ করেছেন চন্দরপল। গত যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২২ আসরের জন্য জ্যামাইকা তালাওয়াহসের প্রধান কোচ দায়িত্ব পালন করেছেন।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ১৬৪ টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার তিনি। যেখানে ৩০ সেঞ্চুরিতে তার রান ১১ হাজার ৮৬৭। ব্যাটিং গড় ৫১.৩৭।

ক্যারিবিয়ানদের হয়ে চন্দরপলের চেয়ে টেস্টে বেশি রান কেবল ব্রায়ান লারার। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেও ছিলেন অদ্ভূত স্টান্সের জন্য আলোচিত এই বাঁহাতি ব্যাটসম্যান।

২৬৮ ওয়ানডে খেলে ১১ সেঞ্চুরিতে তিনি রান করেছেন ৮ হাজার ৭৭৮। যা ক্যারিবিয়ানদের হয়ে তৃতীয় সর্বোচ্চ। টি-টোয়েন্টি খুব বেশি খেলা হয়নি তার। ২২ ম্যাচে রান ৩৪৩।

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন তিনি ২০১৫ সালে। কাউন্টি ক্রিকেট খেলেন ২০১৮ সাল পর্যন্ত।