স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে ১০০ উইকেট, ২ হাজার রান; এই পরিসংখ্যানটাই সাকিবকে করেছে সবার থেকে আলাদা। ক্রিকেট এই শর্টার ফরম্যাটে আর কারো এই কীর্তি নেই।
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করে হারার দিনে সাকিব আল হাসানের ঝুলিতে যোগ হয়েছে টি-টোয়েন্টিতে ২০০০ রানের ফাইলফলকে ছোঁয়ার কীর্তি। আর এই ফরম্যাটে ১০০ উইকেট আগেই তুলে নিয়েছিলেন সাকিব।
এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও সাকিব আল হাসান।
সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি।
ডমিনিকায় বল হাতে ১ উইকেট নেওয়া সাকিব চাপের মুখে ব্যাট হাতে খেলেছেন ৬৮ রানের ইনিংস, থেকেছেন অপরাজিত।