স্পোর্টস ডেস্ক: ডমিনিকায় একাই বুক চিতিয়ে লড়াই করেছেন সাকিব আল হাসান। ক্যারিবীয়দের দেওয়া ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে যখন প্রথম ৮ বলেই নেই দুই উইকেট, তখন সাকিব আল হাসানের লড়াইয়ের শুরু। সেই লড়াই চলেছে ম্যাচের শেষ পর্যন্ত।
সবাই তাকে ছেড়ে গেছে, কবিতার এই লাইনের মতোই লড়েছেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ ১১ রানে সাজঘরে ফেরার পর তরুণ তুর্কি আফিফ হোসেনকে নিয়ে লড়াইটা শুরু করেন সাকিব আল হাসান।
২৭ বলে ৩৪ রানের ইনিংস খেলে ফেরেন আফিফ। ক্রিজে আসেন নুরুল হাসান সোহান, তবে তিনিও থিতু হতে পারেননি। অসাধ্য সাধনের লড়াইয়ে সাকিব আল হাসান। এর মাঝেই ৫ উইকেট হারিয়ে ১০০ রান ছোঁয় বাংলাদেশ। এরপর সাকিবের ব্যাটে ভর করেই বাংলাদেশের ১৫০ ছোঁয়া। সেই সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।
শেষ পর্যন্ত সাকিব আল হাসান অপরাজিত থেকেছেন ৬৮ রানে। বাংলাদেশ থেমেছে ১৫৮ রানে। তার মানে টাইগারদের হারটা শেষ অবধি ৩৫ রানে। যদিও হাতে ছিল আরও ৪ উইকেট।
প্রথম আট বলেই বাংলাদেশের ছিল না দুই উইকেট। ব্যক্তিগত ৫ রানে ফিরেছেন ওপেনার লিটন কুমার দাস, তার পরের বলেই তিন রানে সাজঘরের পথে এনামুল বিজয়।
আর এই দুই জনকেই ঘায়েল করেছেন ওবেদ ম্যাককয়। চাপ সামলানোর আগেই ফিরেছেন দলের অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ।
প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে নিকোলাস পুরানের দল। এই যাত্রায় ২৮ বলে ৬১ রানে ইনিংস খেলে অপরাজিত ছিলেন পাওয়েল। এর আগে ৫৭ রান করেছেন ওপেনার ব্রান্ডন কিং, অধিনায়ক নিকোলাস পুরান খেলেছেন ৩৪ রানের ইনিংস।
নিকোলাস পুরান আউট হওয়ার পর ক্যারিবীয়দের ভালোভাবেই খেলায় ধরে রাখে রবমান পাওয়েল। বাংলাদেশি বোলারদের ওপর তিনি রীতিমতো ঝড় তোলেন। অর্ধশত হাঁকিয়েও ছুটতে থাকেন সামনের দিকে।