বিনোদন ডেস্ক: জায়েদ খান প্রসঙ্গে স্ত্রী মৌসুমীর অডিও বার্তার পর ফেসবুক লাইভে এসেছেন ওমর সানী। সোমবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী বলেছেন, ‘মৌসুমী কী ভেবে জায়েদ খানকে ভালো বলেছে আমি জানি না। এই ঘটনাটি সামনে আমার অভিভাবক হিসেবে আমার ছেলে ফারদিন সবাইকে পরিষ্কার করবে। আমি এ বিষয়ে আর কিছু বলবো না। ছেলে-মেয়েদের অভিভাবক হিসেবে মেনে নিলাম। যা বলার ওরাই প্রমাণসহ বলবে।’

শিল্পী সমিতিতে অভিনেতা জায়েদের বিরুদ্ধে স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করার অভিযোগ এনেছেন ওমর সানী। জায়েদ সব অভিযোগ অস্বীকার করেছেন। আজ সোমবার প্রকাশিত অডিও বার্তায় মৌসুমীও স্বামী ওমর সানীর অভিযোগ অস্বীকার করেছেন। অডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি জায়েদকে অনেক স্নেহ করি। সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা অনেক ভালো সম্পর্ক। সেখানে আমাকে অসম্মান করার প্রশ্নই ওঠে না এবং ওর মধ্যে আমি গুণ ছাড়া অপ্রীতিকর কিছুই দেখি না, কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে, সেটা আমি দেখিনি। ও ভালো ছেলে। সে আমাকে কখনোই অসম্মান করেনি।’ 

লাইভে ওমর সানী আরও বলেছেন, ‘আমি চাই না সংসার জীবনের এই ২৭ বছরে এসে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। কিন্তু একজন বাইরের মানুষ এসে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনারা নিজেরাই জানেন সে মানুষটি কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলতে চাই না। তার সম্পর্কে সবাই জানে। আমি ছেলে-মেয়ে ও স্ত্রীর সঙ্গে থাকতে চাই। কেউ মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না।’