বিনোদন ডেস্ক: ভারতে সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ডিজাইনারের বাঞ্জারা হিলসের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হায়দরাবাদ পুলিশ। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে ফ্যাশন ডিজাইনারের দেহ। সেখানেই অচেতন অবস্থায় পড়ে ছিলেন প্রত্যুষা। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওসমানিয়া হাসপাতালে। চিকিৎসক প্রত্যুষাকে মৃত বলে ঘোষণা করেন। 

জানা গেছে,  বাড়ির নিরাপত্তারক্ষীরা প্রত্যুষাকে ডাকার পরেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রত্যুষার দেহ উদ্ধার করে।

ফ্যাশনের দুনিয়ায় ভীষণ জনপ্রিয় ছিলেন প্রত্যুষা। বলিউডের পাশাপাশি হলিউডেও প্রত্যুষার নামডাক ছিল। দক্ষিণী ছবির সুপারস্টাররাও তার ডিজাইন করা পোশাক পরতেন। ২০১৩ সালে নিজের নামের ব্র্যান্ড লঞ্চ করেন Prathyusha Garimella। ব্রিটেনে দীর্ঘদিন ধরে ফ্যাশন নিয়ে পড়াশোনা করার পর দেশে ফিরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন। প্রত্যুষা সব ধরনের পোশাকই ডিজাইন করতেন। 

 

জানা গেছে, প্রত্যুষা উচ্চবিত্ত পরিবারের কন্যা। তার বাবার নিজস্ব কোম্পানি রয়েছে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ডিজাইনার জানিয়েছিলেন, প্রত্যুষা পড়াশোনা শেষে বাবার কোম্পানিতে কাজ শুরু করেন। কিন্তু, সেই কাজ মনে ধরেনি বলেই ফ্যাশনের দুনিয়ায় এসেছিলেন প্রত্যুষা।