নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কুত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক। নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলের এক জমকালো আয়োজনে বিশিষ্ট নারী উদ্যোক্তা এশা রহমানের হাত থেকে পুরস্কার নিলেন তিনি। সাথে ছিলেন দুই জনপ্রিয় উপস্থাপক সোনিয়া শারমিন ও সাদিয়া খন্দকার ।
উল্লেখ্য, মডেল কোরিওগ্রাফার পিয়াল হোসেনের পরিকলল্পনা ও পরিচালনায় আইকনিক অ্যাওয়ার্ডের এটি ৬ষ্ঠ আসর।
সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘আমার কাছে যেকোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ নতুন তাড়না তৈরি করে যে আমাকে এর চেয়ে আরো ভালো করতে হবে। এ নিয়ে আমার দ্বিতীয়বার আইকনিক অ্যাওয়ার্ড প্রাপ্তি। সেক্ষেত্রে আমি বলবো পুরো আয়োজন ছিল অসাধারণ ও নজরকাড়া।
প্রতিটি পর্ব ছিল গোছানো। এবং বাংলাদেশের শোবিজ নিয়ে কোনো একটি অ্যাওয়ার্ড এই প্রথম বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে তার আয়োজন করে যাচ্ছে- তা হলো আইকনিক অ্যাওয়ার্ড। তাই এর সাধুবাদ করতেই হয়।’
উল্লেখ্য, আয়োজনটি এর আগে ঢাকায় ৩ বার ও কলকাতায় ২ বার অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তী ৭ম ইভেন্ট অনুষ্ঠিত হবে কাতারে। অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন পিয়াল হোসেন ও লিটন আহমেদ ও হাসানুজ্জামান সাকী। প্রধান পৃষ্ঠপোষেক হিসেবে ছিলেন আশা গ্রুপ ও এটিভি ইউএসএর’র কর্নধার আকাশ রহমান।