১০ নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরো দুজন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।
তবে ফারুকীর উপদেষ্টা হওয়ার খবরটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শুভ কামনা জানাচ্ছেন এই পরিচালককে। সঙ্গে আছে সমালোচনাও।
ফারুকীকে নিয়ে নিজের ফেসবুকে প্রিন্স লেখেন, ‘‘ফারুকী একদম ঠিক আছে। এই মুহূর্তে ওকেই দরকার। ‘সূর্য ঠিকই এসে গড়াগড়ি খায় তোমার কোলে বারান্দায়’। একটা নতুন শুরু...।
তার পোস্টের নিচে অনেকেই শুভ কামনা জানিয়েছেন ফারুকীকে। প্রশংসা করেছেন প্রিন্স মাহমুদেরও।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।